বেনাপোল গয়ড়া গ্রামে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক গ্রেপ্তার
প্রকাশিত : ৩ নভেম্বর ২০২১
মোঃ রাসেল ইসলাম,স্টাফ রিপোর্টার:
যশোরের বেনাপোল গয়ড়া গ্রাম থেকে ১টি বিদেশি পিস্তল, গুলি ও ১টি ম্যাগজিনসহ সুরুজ মিয়া (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব সদস্যরা।
বুধবার (০৩ নভেম্বর) বিকালে বেনাপোল পোর্ট থানাধীন গয়ড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার সুরুজ মিয়া বেনাপোল গয়ড়া গ্রামের গোলাম আলীর ছেলে।
যশোর র্যাব-৬ ক্যাম্পের পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম জানান, বেনাপোলে অস্ত্র বেচাকেনার গোপন খবরের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন গয়ড়া গ্রামে অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ১ রাউন্ড গুলি ও ম্যাগাজিনসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে কুয়াকাটা নিউজ কে জানিয়েছে র্যাবের এ কর্মকর্তা।