ঝিনাইদহে করোনায় ক্ষতিগ্রস্ত ৩’শ পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা প্রদাণ

প্রকাশিত : ৩ নভেম্বর ২০২১

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: ঝিনাইদহে করোনায় ক্ষতিগ্রস্থ ৩’শ পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা প্রদাণ করা হয়েছে। রেড ক্রিসেট সোসাইটি ঝিনাইদহ ইউনিট এর পক্ষ থেকে সকালে রেড ক্রিসেন্টের কার্যালয়ে এ আর্থিক সহযোগিতা প্রদাণ করা হয়।

এসময় আগতদের হাতে নগদ টাকা তুলে দেয় জেলা পরিষদের চেয়ারম্যান ও ইউনিটের চেয়ারম্যান কনক কান্তি দাস। সেসময় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি ঝিনাইদহ ইউনিট এর সেক্রেটারী জে এম রশিদুল আলম, কার্যনির্বাহী সদস্য শফিকুল ইসলাম শিমুল, এনামুল হক, সহকারী পরিচালক তাসলিমা খাতুন, যুব প্রধান শাহিনুর রহমানসহ অন্যান্যরা।

আয়োজকরা জানায়, মহামারী করোনায় আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ ও করোনায় আক্রান্ত ৩’শ পরিবারের মাঝে প্রত্যেককে ২ হাজার ৫’শ টাকা করে বিতরণ করা হয়।

 

আপনার মতামত লিখুন :