সরকারি ভর্তুকিতে আমতলীর ৯ কৃষক পেল কম্বাইন্ড হারভেস্টার যন্ত্র!
প্রকাশিত : ১ নভেম্বর ২০২১
মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে সরকারি ভর্তুকিতে আধুনিক ধান কাটার যন্ত্র (কম্বাইন্ড হারভেস্টার যন্ত্র) পেয়েছেন উপজেলার ৯ কৃষক। উপজেলা কৃষি বিভাগ ২০২১- ২২ অর্থবছরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৫০ শতাংশ উন্নয়ন সহায়তায় (ভর্তুকিতে) এ যন্ত্রগুলো কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (১লা নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ যন্ত্রগুলো কৃষকদের মাঝে বিতরণ করেন বরগুনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জাতীয় সংসদ সদস্য অ্যাডঃ ধীরেন্ত্র চন্দ্র দেবনাথ শম্ভু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, উপজেলা নির্বাহী অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, উপজেলা আওয়ামী লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) অ্যাড. এমএ কাদের মিয়া, ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার, রফিকুল ইসলাম রিপন, আসাদুজ্জামান মিন্টু মল্লিক, অ্যাডঃ এইচএম. মনিরুল ইসলাম মনি, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওঃ মোঃ আলতাফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব নূরুল ইসলাম মৃধা, বরগুনা জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক আব্দুর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা সিএম রেজাউল করিম প্রমুখ।
ধানকাটা, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দি করার শ্রমিক সংকট দূর করতে স্বল্প সময়ে কম শ্রমিক ব্যবহার করে কৃষক যাতে কম খরচে দ্রæত ক্ষেতের ধান ঘরে তুলতে পারে সে জন্য কৃষকদের মাঝে সরকারি ভর্তুকি মূল্যে কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণের সিদ্ধান্ত নেয় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এ প্রকল্পটির আওতায় আমতলী উপজেলার ৯ কৃষককে কম্বাইন্ড হারভেস্টার যন্ত্র বরাদ্দ দেয়া হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা সিএম. রেজাউল করিম মুঠোফোনে বলেন, ১টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে প্রতি ঘণ্টায় ১ একর জমির ধান কাটা, মাড়াই, পরিষ্কার ও বন্তাভর্তি করাও যাবে। ১ একরের জন্য জ্বালানি খরচ হবে মাত্র ৮ থেকে ১০ লিটার ডিজেল। যন্ত্রটির বাজার মূল্য ৩১ লাখ টাকা হলেও সরকার কৃষকদের ভর্তুকি দেওয়ায় বর্তমানে যন্ত্রটির দাম পড়েছে ১৪ লাখ ৫০ হাজার টাকা।