রাজনগরে ট্রাকের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী নিহত
প্রকাশিত : ৩১ অক্টোবর ২০২১
মশাহিদ আহমদ, মৌলভীবাজার রাজনগরে বিআরটিসি‘র ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী এক প্রবাসী নিহত হয়েছেন। ৩১ অক্টোবর রোববার সকাল ৬টার সময় উপজেলার মুন্সিবাজারের খলাগাঁও কবরস্থান নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। জানাযায়, মৌলভীবাজার জেলার রাজনগরের ব্রাহ্মনগাঁওয়ের আরব আলীর ছেলে আয়ন মিয়া (২৮) চলতি মাসে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে আসেন।
গত ৩১ অক্টোবর রোববার ভোর ৬ টার সময় মোটর সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হলে মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক মহাসড়কে খলাগাঁও কবরস্থান নামক স্থানে বিপরীত দিক থেকে আসা বিআরটিসি‘র একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট ২২-৯১০৬) সাথে সরাসরি ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন রাজনগর ফায়ার সার্ভিসকে খবর দিলে সকাল সোয়া ৭ টায় রাজনগর ফায়ার সার্ভিসের স্টেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী হোসেনের নেতৃত্বে একদল ফায়ার ফাইটার ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে রাজনগর থানা পুলিশের কাছে হস্থান্তর করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের ময়না তদন্ত সহ আইনি প্রক্রিয়া চলছে বলে রাজনগর থানা পুলিশ জানায়।
এ ব্যাপারে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ঘটনার দিন ভোরে মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের খলাগাঁও কবরস্থান নামক স্থানে বিআরটিসি‘র ট্রাকের সাথে সংঘর্ষে মোটর সাইকেল আরোহী আয়ন মিয়ার মৃত্যু হয়। লাশের ময়না তদন্ত সহ পরবর্তী আইনি প্রক্রিয় চলছে।