বিদায়ী জনবান্ধব ইউএনও মাহবুবকে প্রিয় খানসামা’র পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান
প্রকাশিত : ৩১ অক্টোবর ২০২১
মো: মজনু আলম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: পদোন্নতি জনিত বিদায় উপলক্ষে দিনাজপুরের খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ মাহবুব-উল-ইসলামকে সম্মাননা স্মারক প্রদান করেছে অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রিয় খানসামা।
রবিবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জনবান্ধব ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলামকে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রিয় খানসামা’র মূল এডমিন এস.এম.রকি, এডমিন মোকছেদুল ইসলাম, লায়ন ইসলাম ও মডারেটর জে আর জামান, অশোক রায় রতন রায় অভি ও সদস্য মতিউর রহমান সহ আরো অনেকে।
উল্লেখ্য, বিদায়ী ইউএনও কৃষিবিদ আহমেদ মাহবুব-উল-ইসলাম গত ০৪ ফেব্রুয়ারী ২০১৮ সাল থেকে সততা, দক্ষতা ও নিষ্ঠার সাথে কাজ করে প্রশংসা কুড়িয়েছেন। আর গত ৫ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পেয়েছেন।