জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রীর নতুন ভিডিও ভাইরাল (ভিডিও)
প্রকাশিত : ৩০ অক্টোবর ২০২১
টালিউডের জনপ্রিয় অভিনেত্রীর শুভশ্রী গাঙ্গুলির নতুন ভিডিও ভাইরাল হয়েছে। আর এ অভিনেত্রীর মন্তব্যকারীরও যেন অভাব নেই। তাই তিনি প্রতিজ্ঞা করেছিলেন খারাপ মন্তব্যকারীদের জবাব দেবেন। হয়তো এ প্রতিজ্ঞার জেরেই শীত আসার আগে অনেকটা গরম করে ফেলেছেন তার ইনস্টাগ্রাম প্রোফাইল। মালদ্বীপে ঘুরছেন তিনি। ইনস্টাগ্রামে একের পর এক খোলামেলা ছবি ও ভিডিও আপলোড করে চলেছেন।
বুধবার তিনি একটি ভিডিও আপলোড করেন। ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে এই ভিডিওটিকে প্রতিবাদী ভিডিও হিসেবে উল্লেখ করা হয়। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, অনেকেই শুভশ্রীর মোটা ধাঁচের চেহারার জন্য কটাক্ষ করে মন্তব্য করেছেন নেট দুনিয়ায়। আর সেই সব মন্তব্যের জবাব দিতেই হয়তো এমন ভিডিও ও ছবি ছাড়ছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘সমুদ্রের গর্জন মনে দোলা দেয়।’
সম্প্রতি সপরিবারেই মালদ্বীপে গিয়েছিলেন তিনি। রাজশ্রীর ইনস্টাগ্রামেও ঘুরছে সেখানের বিভিন্ন ছবি। সাঁতারের পোশাকে ছেলে ইউভানকে কোলে নিয়ে নাচের ছন্দেও দেখা গেছে এ টালি দম্পতিকে। এর আগে শনিবার শুভশ্রীর ছাড়া সেই ছবিতে দেখা যায়, মালদ্বীপে সমুদ্রের পাছে রোদের তাপ এড়াতে চোখ ঢেকেছেন কালো চশমায়। খোলা চুল আর টিয়া সবুজ পোশাকে তিনি পোজ দিয়েছেন তিনি। সেই সঙ্গে হাতে লোহা বাঁধানো, সোনার চুড়িরও দেখা মিলেছে।