১শ’ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ইজিবাইক চালক আটক
প্রকাশিত : ৩০ অক্টোবর ২০২১
স্টাফ রিপোর্টার: যশোরের শার্শায় ১শ’ বোতল ভারতীয় ফেনসিডিল ও একটি ইজিবাইকসহ মোঃ মিলন হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (৩০ অক্টোবর) সকাল ৯টার সময় শার্শার গোগা টু সাতমাইল এলাকায় ১শ’ বোতল ফেনসিডিল ও একটি ইজিবাইকসহ তাকে হাতেনাতে আটক করা হয়। আটক মিলন বেনাপোল পোর্ট থানাধীন রাজাপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে।
শার্শা থানার অফিসার ইনচার্জ মোঃ বদরুল আলম খান বলেন গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে শার্শা থানাধীন বসতপুর গ্রামস্থ গোগা টু সাতমাইল এলাকা থেকে ১শ’ বোতল ফেনসিডিল ও একটি ইজিবাইকসহ একজনকে আটক করা হয়। আটক ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।