গলাচিপায় ওয়ারেন্ট ভুক্ত আসামী রেনু আক্তার গ্রেফতার
প্রকাশিত : ২৯ অক্টোবর ২০২১
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় ওয়ারেন্ট ভুক্ত রেনু আক্তার নামের এক আসামীকে গ্রেফতার করে গলাচিপা থানা পুলিশ। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) গলাচিপা পৌর এলাকায় তার নিজ বাসা হতে দিবাগত রাত ১২.৩০ ঘটিকার সময় রেনু আক্তারকে গ্রেফতার করা হয়।
গলাচিপা থানা পুলিশ ও মামলা সুত্রে জানাযায়, গলাচিপা থানার এসআই সাইদুল ইসলাম, এস আই দিবাকর এর নেতৃত্বে নারী পুলিশ সহ একটি টিম উক্ত সাজাপ্রাপ্ত আসামির কে গলাচিপা পৌর এলাকায় তার নিজ বাড়ী হতে গ্রেফতার করেন। ২৯ অক্টোবর সকাল ১১টায় গলাচিপা আদালতে আসামীকে সোপর্দ করা হয়।
উল্লেখ্য, ঢাকা যুগ্ন জেলা ও দায়রা জজ আদালত দায়রা মামলা নং-২১৪৮৩/১৯ এর ৪ মাস বিনাশ্রম কারাদণ্ড অথবা ৭,০০,০০০ টাকার অর্থ দণ্ডপ্রাপ্ত আসামি রেনু আক্তার। তাছাড়াও নারী ও শিশু নির্যাতন আইনের জিআর ওয়ারেন্ট ভুক্ত না:শি-৩০৪/২১ এবং না:শি:-১৬৯/২১ মামলায় ৪ জন আসামি সহ বিশেষ অভিযানে ১২ ঘন্টায় সর্বমোট ৫ জন আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।