একক লোকনৃত্যে জাতীয় পরুস্কার পেয়েছে দশমিনার মজুমদার দেবযানী
প্রকাশিত : ২৯ অক্টোবর ২০২১
সঞ্জয় ব্যানার্জী, দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি।। ‘শিশুর জন্য বিনিয়োগ করি, সমৃদ্ধ বিশ্ব গড়ি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে উদযাপিত হয়েছে বিশ্ব শিশু দিবস এবং শিশু অধিকার-২০২১ এ পটুয়াখালীর দশমিনার মজুমদার দেবযানী একক লোকনৃত্যের খ বিভাগে তৃতীয় স্থান অধিকার করে জাতীয় পরুস্কার পেয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকাল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কুশীলবদের মাঝে পুরষ্কার বিতরণ করবেন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা মহড়া কক্ষে গত ২৩শে অক্টোবর অনুষ্ঠিত ‘একক লোকনৃত্য’ খ বিভাগে সারাদেশ থেকে আগত ৯৮ জন ক্ষুদে নৃত্যশিল্পীর মধ্যে চূড়ান্ত পর্যায়ে তৃতীয় স্থান অধিকার করে মজুমদার দেবযানী । সে উপজেলার আরেফাতুনেচ্ছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। মজুমদার দেবযানী লেখাপড়াতেও মেধাবী।
মজুমদার দেবযানী বাবা দেবাষীশ মজুমদার বলেন, প্রতিযোগিতার ‘খ’ বিভাগের সেরা দশ এর মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে আমার মেয়ে। এতে আমি ও আমার পরিবারসহ সংস্কৃতিপ্রেমীরা আনন্দিত হয়েছে। আমার মেয়ের জন্য সবাই আর্শিবাদ করবেন।