বাহাদুরপুর ইউনিয়ন নির্বাচনে মফিজুর রহমানের পথসভা অনুষ্ঠিত
প্রকাশিত : ২৮ অক্টোবর ২০২১
মো. রাসেল ইসলাম,স্টাফ রিপোর্টার:
যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মফিজুর রহমানের পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকালে শাখারীপোতা গ্রামে সতন্ত্র প্রার্থী মফিজুর রহমানের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।
আলী হায়দার চিশতীর দরবারের সভাপতি বাবলু হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আগামী ইউপি নির্বাচনের সতন্ত্র প্রার্থী মফিজুর রহমান।
এ সময় পথসভা অনুষ্ঠানে উপস্থিত বক্তব্যে রাখেন আব্দুর রহমান তিতাস, মোর্সারফ হোসেন, সৈয়দ উদ্দিন, শাজাহান আলী, আমির হেসেন, হাসান মেম্বর, লিয়াকত আলী ভান্ডারী ও সুজা মিয়া।
সতন্ত্র প্রার্থী মফিজুর রহমান তার বক্তব্যে বলেন, আপনারা নির্ভয়ে যোগ্য ব্যক্তিকে ভোট দিবেন। আপনার মুলবান ভোটটি অযোগ্য ব্যক্তিকে দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা বাধাগ্রস্থ করবেন না।