কলাপাড়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
প্রকাশিত : ২৭ অক্টোবর ২০২১
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকেল তিনটায় দলীয় কার্যালয় কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
যুবদলের আহ্বায়ক গাজী আক্কাস’র সভাপতিত্বে আলোচনা সভায় ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপি’র সভাপতি এবিএম মোশাররফ হোসেন।
বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী হুমায়ুন শিকদার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গাজী গোলাম সারোয়ার, উপজেলা বিএনপি’র যুগ্ন সাধারন সম্পাদক গাজী মো. ফারুক, পৌর বিএনপি’র যুগ্ন সাধারন সম্পাদক বিশ্বাস শফিকুল ইসলাম টুলু।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর যুবদলের আহবায়ক মো.কামরুজ্জামান কাজল তালুকদার, যুগ্ন আহবায়ক মো.হুমায়ুন কবির জুয়েল, মো.রাসেল কবীর মুরাদ প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত ও কেক কাটা হয়। অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মো. হরুন অর রসিদ ও পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক মো. নাসির উদ্দিন রতন।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি,যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।