কলাপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উদযাপন
প্রকাশিত : ১৭ মার্চ ২০২০
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি, ১৭ মার্চ।। বর্নিল অয়োজন আর বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামীলীগ ও পৌরসভাসহ বিভিন্ন সংগঠন পৃথক পৃথক ভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্প মাল্য অর্পণ করা হয়।
এর আগে সূর্যোদয়ে সাথে সাথে ৩১ বার তোপধ্বনি করা হয়। সোমবার রাত ১২ টা ১ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে মুজিববর্ষ ক্ষণগণনা সমাপ্তি মঞ্চে ৫০ পাউন্ড কেক কাটার মধ্যেদিয়ে এ অনুষ্ঠানের শুভ সুচনা হয়েছে। পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলজাজ্ব মহিববুর রহমানের নেতৃত্বে এ কেক কাটা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, উপজেলা নির্বাহী অফিসার মুনিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগ’র সাধারন সম্পাদক আব্দুল মোতালেব তালুকদার ও ভাইস চেয়ারম্যান মো.শফিকুল আলম বাবুল, অতিরিক্ত পুলিশ সুপার আহম্মেদ আলীসহ আরো অনেকে। এদিকে জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার রাতে আকাশে বর্ণিল আতোষ বাজি উড়ানো হবে বলে জানা গেছে।