দশমিনায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
প্রকাশিত : ২৭ অক্টোবর ২০২১
সঞ্জয় ব্যানার্জী, দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি।। ”নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করি স্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ি এ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর দশমিনায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবর বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. আল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবদুল আজীজ, উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল কাউয়ুম, উপজেলা কৃষি কর্মকর্তা জাফর আহাম্মেদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. শাহিন ও সরকারি বেসরকারি দপ্তর প্রদানগনসহ স্থানীয় গর্নমান্য বক্তবর্গ।
বক্তারা বলেন, স্যানিটেশন ব্যবস্থায় বাংলাদেশের উল্লেখযোগ্য অর্জন উন্নয়নশীল দেশগুলোর জন্য এক অনুকরণীয় দৃষ্টান্তে পরিণত হয়েছে। বাংলাদেশে উম্মুক্ত স্থানে মল ত্যাগের হার উল্লেখযোগ্য হারে কমেছে। দেশে প্রায় সকল লোক কোন না কোন ধরনের ল্যাট্রিন ব্যবহার করছে। যা ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্থাৎ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে একটি উল্লেখযোগ্য অর্জন।