নানা আয়োজনে দশমিনায় জাতির পিতা’র জন্মশতবার্ষিকী পালিত

প্রকাশিত : ১৭ মার্চ ২০২০

সঞ্জয় ব্যানার্জী, দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি: নানা আয়োজনে পটুয়াখালীর দশমিনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালিত হয়েছে । গতকাল মঙ্গলবার সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলন, উপজলো পরষিদ চত্বরে বঙ্গবন্ধুর স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পন ও কেককাটা হয় । পরে উপজেলা অডিটরিয়াম হল রুমে উপজলো নির্বাহী অফিসার তানিয়া ফেরদৌসের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদশে নৌ-পরবিহন মন্ত্রণালয়রে স্থায়ী কমটিরি সদস্য এস.এম শাহজাদা সাজু এমপি।

বিশেষ অতিথি ছিলেন উপজলো চেয়ারম্যান ও উপজলো আ’লীগরে সভাপতি আব্দুল আজিজ মিয়া, উপজলো নর্বিাহী অফসিার তানয়িা ফরেদৌস, আ’লীগরে সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়রাম্যান এ্যড. ইকবাল মাহামুদ লিটন, মুক্তিযোদ্ধা সংসদরে সাবেক কমান্ডার আবু মাতুব্বার, আ’লীগরে সহ-সভাপতি কাজি আবুল কালাম, উপজলো ভাইস চয়োরম্যান নাসির উদ্দিন পালোয়ান, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ শামছুন্নাহার খান ডলি, উপজলো স্বাস্থ্য ও পঃ পঃ র্কমর্কতা মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিসংখন কর্মকর্তা মনিরুল হক, উপজলো প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, কৃষি অফিসার বনি আমনি খান, উপজলো শক্ষিা অফিসার মু.জাহদি, ওসি ( তদন্ত) আঃ ছালাম, উপজেলার সকর সরকারি বেসকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

 

আপনার মতামত লিখুন :