খানসামা উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের দিনব্যাপী ন্যাশনাল পোর্টাল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রকাশিত : ২৫ অক্টোবর ২০২১
মো: মজনু আলম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণে উপজেলা প্রশাসনের আয়োজনে দিন ব্যাপী “ন্যাশনাল পোর্টাল” বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত। সোমবার (২৫ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়।
ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) ড. দেওয়ান মুহম্মদ হুমায়ুন কবির।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পর্যায়ের সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। ন্যাশনাল পোর্টাল বিষয়ক প্রশিক্ষণটি পরিচালনা করেন সহকারী প্রোগ্রামার এটুআই জান্নাতুন নাঈম।