বাগআঁচড়ায় ফের নৌকা পাওয়ায় চেয়ারম্যান ইলিয়াস কবীর বকুলকে গণ সংবর্ধনা
প্রকাশিত : ২৪ অক্টোবর ২০২১
মো. রাসেল ইসলাম:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে শার্শা উপজেলার ৮নং বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইলিয়াস কবির বকুলকে নৌকা প্রতীকে দলীয়ভাবে নাম ঘোষনা করায় বাগআচঁড়ায় দলীয় নেতাকর্মীরা তাকে সংবর্ধনা দিয়েছেন৷
রবিবার ২৪ অক্টোবর বিকালে ঢাকা থেকে বাগআঁচড়ায় ফিরলে বর্তমান চেয়ারম্যান ইলিয়াস কবীর বকুলকে স্থানীয় আওয়ামীলীগের সকল নেতাকর্মী ও সাধারন জনগন সংবর্ধনা প্রদান করেন।
সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ায় চেয়ারম্যান ইলিয়াস কবির বকুল ও বাগআঁচড়া আওয়ামিলীগের তৃনমূলের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে স্বাগতম জানান। সাথে সাথে স্থানীয় এমপি শেখ আফিল উদ্দিনকে ধন্যবাদ জানান ৷
এসময় ৮নং বাগআঁচড়া ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য ও প্রতিটি ওয়ার্ডের সভাপতি সাধারন সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।