টাইগারদের নিয়ে নতুন গান ‘লড়বে এবার বাংলাদেশ’
প্রকাশিত : ২২ অক্টোবর ২০২১
চলমান টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে টাইগারদের উৎসাহ দিতে প্রকাশ হলো বিশেষ গান ‘লড়বে এবার বাংলাদেশ’। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন রাজন সাহা। কণ্ঠ দিয়েছেন ইউসুফ রিয়াদ। এছাড়া গানটির দ্বৈত একটি ভার্সন গেয়েছেন রিয়াদ ও ঝিলিক।
গানটির পৃষ্ঠপোষক টি-স্পোর্টস। চ্যানেলটির অফিসিয়াল ফেসবুক পেজে বৃহস্পতিবার (২১ অক্টোবর) ভিডিও আকারে গানটি উন্মুক্ত হয়। এরইমধ্যে গানটি টাইগার ভক্ত-সমর্থক ও ক্রিকেট সংশ্লিষ্টরা বেশ পছন্দ করেছেন। রবিউল ইসলাম জীবন বলেন, ‘চেষ্টা করেছি গানটির কথায় টিম টাইগার ও ভক্তদের অনুপ্রেরণা দিতে। গায়কী, সুর-সংগীতায়োজন এবং ভিডিওতেও ক্রিকেটীয় আমেজ ফুটিয়ে তোলা হয়েছে।’
সুরকার রাজন সাহা বলেন, ‘প্রথম ম্যাচে টিম টাইগার ধাক্কা খেলেও পরের দুটি ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে। আমাদের বিশ্বাস, অন্যবারের চেয়ে এবারের আসরে আরও সাফল্য নিয়ে আসবে বাংলাদেশ। কারণ, লড়বে এবার বাংলাদেশ।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন