সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মদনে মানববন্ধন
প্রকাশিত : ২২ অক্টোবর ২০২১
বাংলাদেশের হিন্দুদের মন্দির, ঘরবাড়ি ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ, নারী নির্যাতনসহ নিরীহ হিন্দুদের হত্যা বন্ধ ও দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবিতে মদনে রামকৃষ্ণ মিশনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। শুক্রবার মদন পৌরসভার ফচিকা শ্রী রাম কৃষ্ণ সেবাশ্রমের সামনে রাস্তায় হিন্দু সম্প্রদায়ের লোকজন এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।
মানবন্ধনে শ্রী রাম কৃষ্ণ সেবাশ্রমের সহ-সভাপতি সুকুমল কান্তি বৈশ্যের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক, বিজয় কুমার সরকার, সম্মানিত সদস্য মলয় কুমার রায়, যুগ্ম সম্পাদক, নেপাল দেবনাথ, অর্থ সম্পাদক অসমঞ্জয় পাল, সত্যজিৎ বৈশ্য চৌধুরী প্রমূখ। বক্তারা এমন নৃশংস ঘটনা যারা ঘটিয়েছে, তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।