জুড়ীতে ইউপি নির্বাচনে প্রাথীর মনোনয়নপত্র দাখিল
প্রকাশিত : ১৮ অক্টোবর ২০২১
মশাহিদ আহমদ, মৌলভীবাজার: জুড়ীতে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে জুড়ী উপজেলার ৫ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। মনোনয়ন পত্র দাখিল করেছেন প্রার্থীরা ।ে নৗকার মনোনীত প্রার্থী দের সর্মথকরা আনন্দের স্লোগানের মধ্য দিয়ে,বিদ্রোহী প্রার্থীরা নানা স্লোগানে, অন্যান্য পদের প্রাথীরা তাদের সমর্থকদের নিয়ে জুড়ী উপজেলা নির্বাচন অফিসে উপস্থিত হলেন ও তাদের মনোনয়নপত্র জমা দেন।
জুড়ী উপজেলা নির্বাচন অফিস স‚ত্রে জানা গেছে জুড়ী উপজেলার ৫ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে,চেয়ারম্যান পদে ২২ জন,ইউপি সদস্য পদে ২শত ৫ জন এবং মহিলা ইউপি সদস্য পদে ৫৪ জন, প্রাথী মনোনয়নপত্র জমা দিয়েছেন। জায়ফরনগর ইউনিয়ন চেয়ারম্যান পদে ৪ জন,ইউপি সদস্য পদে ৫২ জন,মহিলা ইউপি সদস্য পদে ১৬ জন প্রাথী, চেয়ারম্যান পদের প্রাথীরা হলেন,মোহাম্মদ জায়েদ আনোয়ার চৌধুরী (নৌকা),হাজী মাছুম রেজা (বর্তমান চেয়ারম্যান) স্বতন্ত্র, হাবিবুর রহমান স্বতন্ত্র,সুহেল আহমেদ ইসলামী আন্দোলন বাংলাদেশ।
পশ্চিম জুড়ী ইউনিয়ন চেয়ারম্যান পদে ৫, ইউপি সদস্য পদে ৩৫,মহিলা ইউপি সদস্য পদে ১২ জন।চেয়ারম্যান পদে প্রাথীরা হলেন, শ্রীকান্ত দাশ নৌকা(বর্তমান চেয়ারম্যান),আনফর আলী স্বতন্ত্র,হাজী মঈনউদ্দিন স্বতন্ত্র,হেলাল উদ্দিন স্বতন্ত্র,মামুন স্বতন্ত্র। প‚র্ব জুড়ী ইউনিয়ন চেয়ারম্যান পদে ৪,ইউপি সদস্য পদে ৩৭,মহিলা ইউপি সদস্য পদে ৮ জন।চেয়ারম্যান পদের প্রাথীরা হলেন, সালেহ উদ্দিন আহমেদ (বর্তমান চেয়ারম্যান) স্বতন্ত্র,আব্দুল কাদির (নৌকা),রুয়েল উদ্দিন স্বতন্ত্র,জাবের উদ্দিন স্বতন্ত্র।
গোয়ালবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান পদে ৬,ইউপি সদস্য পদে ৪৫,মহিলা ইউপি সদস্য পদে ১০ জন। চেয়ারম্যান পদের প্রাথীরা হলেন,মোঃ সবুজ মিয়া স্বতন্ত্র,মোঃ মোস্তাক খান স্বতন্ত্র,মোঃ আব্দুল কাইয়ুম স্বতন্ত্র,শাহাব উদ্দিন লেমন নৌকা(বর্তমান চেয়ারম্যান),ওয়ছির উদ্দিন আহমদ স্বতন্ত্র,সুহেল আহমদ স্বতন্ত্র।সাগরনাল ইউনিয়ন চেয়ারম্যান পদে ৩,ইউপি সদস্য পদে ৩৬,মহিলা ইউপি সদস্য পদে ৮ জন।চেয়ারম্যান পদের প্রাথীরা হলেন, এমদাদুল ইসলাম চৌধুরী স্বতন্ত্র (বর্তমান চেয়ারম্যান),মোঃ আব্দুল নুর নৌকা,শাহীন আহমদ রুলন স্বতন্ত্র।