আমতলীতে শেখ রাসেলের জন্মদিনে তাল গাছের চারা বিতরণ
প্রকাশিত : ১৮ অক্টোবর ২০২১
মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিনে আমতলী উপজেলা কৃষি অফিসের উদ্যোগে শিশুদের মাঝে তাল গাছের চারা বিতরণ করা হয়েছে।
শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে উপজেলা কৃষি অফিস তাল গাছের চারা বিতরণের উদ্যোগ নেয়। আজ (সোমবার) বেলা ১১টায় উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে বিভিন্ন স্কুলের শতাধিক শিক্ষার্থীদের মাঝে কৃষি স¤প্রসারণ অধিদপ্তর (বরগুনা) উপ-পরিচালক আব্দুর রশিদ এই চারা বিতরণ করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান মোসাঃ তামান্না আফরোজ মনি, উপজেলা কৃষি কর্মকর্তা সিএম রেজাউল করিম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মজিবুর রহমান প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা সিএম রেজাউল করিম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বিভিন্ন স্কুলের শতাধিক শিক্ষার্থীদের মাঝে তাল গাছের চারা বিতরণ করা হয়েছে।