গান গেয়ে যুক্তরাজ্যে আলোচিত বাংলাদেশি মায়ের সন্তান (ভিডিও)
প্রকাশিত : ১৬ অক্টোবর ২০২১
যুক্তরাজ্যে সাড়া ফেলেছেন বাংলাদেশি মায়ের সন্তান আইরিশ সংগীতশিল্পী জয় ক্রুকস। প্রকাশ পেয়েছে তাঁর নতুন অ্যালবাম ‘স্কিন’। ক্রুকসের গানের কথা, সুর ও গায়কির ভিন্নতার প্রশংসা করছে ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো। গার্ডিয়ানের মতে, গানগুলো অনেকটা ডায়েরির খোলা পাতার মতো। যেখানে ব্যক্তিগত গল্প বলা হয়েছে।
শিল্পীর প্রতিটি গানকে এক একটি সাহসী বক্তব্য বলে অভিহিত করা হয়েছে দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে। গানের কথায় লন্ডনের জীবন থেকে শুরু করে তাঁর পরিবারের অভিবাসী জীবনকে ঠাঁই দিয়েছেন শিল্পী। বলেছেন যৌন নির্যাতনের শিকার হওয়ার কথা, বলেছেন ব্রিটেনের বর্তমান সরকার নিয়েও।
একক অ্যালবাম ‘স্কিন’-এর আগে গত চার বছরে জয় ক্রুকসের বেশ কয়েকটি গান মুক্তি পায়। ক্রুকসের মা বাংলাদেশি আর বাবা আইরিশ। ক্রুকস বাংলা গান গাইতে পারেন। বাংলা ভাষায় কথাও বলতে পারেন। গান গাওয়ার মতো বাংলা শিখতে তাঁকে অনেক পরিশ্রম করতে হয়েছে। আর এ কারণেই তাঁর কাছে বিষয়টি ‘বড় অর্জন’ বলে মনে হচ্ছে।