অগ্নিদগ্ধ সেই শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন পৌর মেয়র
প্রকাশিত : ১৭ মার্চ ২০২০
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের পোতাহাটি গ্রামের হত দরিদ্র আব্দুল হান্নান শেখ এর ৫ বছর বয়সি মেয়ে সাথী। গত ১১ মার্চ আগুন নিয়ে খেলতে গিয়ে শিশু সাথী অগ্নিদগ্ধ হয়, পরে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এক দিন পর হাসপাতালের চিকিৎসক সাথীকে উন্নত চিকিৎসার জন্য ফরিদ পুর মেডিকেলে রেফার্ড করেন, কিন্তূ হান্নান শেখ টাকা পাবে কোথায় যার ইদুর মারা ঔষদ বিক্রি করে সংসার চলে। নিরুপায় হয়ে হত দরিদ্র হান্নান শেখ সাংবাদিক জাহিদুল হক বাবুর সাথে বিষয়টি শেয়ার করেন পরে সে সমাজিক যোগাযোগ মাধ্যম বিষয়টি পোস্ট করে, মুহুর্তেই নিউজটি ভাইরাল হয় এবং পরের দিন বিভিন্ন পত্র পত্রিকায় আসে।
এর ভিতরে অনেকেই সাথির চিকিৎসার জন্য সাহায্য করেছেন। বিষয়টি ঝিনাইদহ পৌর মেয়র সাইদুল করিম মিন্টুর নজরে আসলে সোমবার বিকালে তিনি হাসপাতালে গিয়ে অগ্নিদগ্ধ সাথির চিকিৎসার যাবতীয় দ্বায়ীত্ব নেন। এ ব্যাপারে মেয়র মিন্টু বলেন, আমার ঝিনাইদহে টাকার জন্য কারো চিকিৎসা এবং লেখা পড়া থেমে থাকবেনা। আমি সব সময় অসহায় মানুষের পাশে আছি। এ ধরনের নিউজ করার জন্য তিনি সাংবাদিকদের ধন্যবাদ দেন।