কলাপাড়ায় প্রকৌশলির মৃতদেহ উদ্ধার
প্রকাশিত : ১৫ অক্টোবর ২০২১
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরে নির্মানাধীন আবাসন কেন্দ্র থেকে নেছার উদ্দিন শাওন নামের এক প্রকৌশলির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের মহল্লাপাড়া গ্রামে ওই আবাসন কেন্দ্রের একটি কক্ষ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
মৃত শাওন ভোলা জেলার চরফ্যাশন এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে। সে নির্মানাধীন আবাসনে ঠিকাদারী প্রতিষ্ঠান ই-ইঞ্জিনিয়ারিংয়ের প্রকৌশলি হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে। কলাপাড়া থানার ওসি মো.জসিম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্ত জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হায়েছে।