ফাইনালেও সাকিবের ওপর ভরসা রাখছে কলকাতা

প্রকাশিত : ১৪ অক্টোবর ২০২১

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় পর্বের শুরুর দিকে কলকাতা নাইট রাইডার্সের মূল একাদশে সুযোগ পাননি সাকিব আল হাসান। আন্দ্রে রাসেল চোটের কারণে পরবর্তীতে ম্যাচ খেলার সুযোগ মেলে তাঁর। সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করেন সাকিব। এ কারণে আসরের ফাইনালে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে সাকিবকে একাদশে রাখার ইঙ্গিত দিয়েছেন ডেভিড হাসি।
আইপিএলের দ্বিতীয় পর্বে সাকিব প্রথম মাঠে নামার সুযোগ পান গত ৩ অক্টোবর। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে সেই ম্যাচে ২০ রান দিয়ে এক উইকেট নিয়েছিলেন তিনি। পরের ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে এক ওভার বোলিং করে এক রান দিয়ে শিকার করেছিলেন এক উইকেট।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে প্রথম কোয়ালিফায়ারে ২৪ রান দিয়ে কোনো উইকেট পাননি সাকিব। তবে ব্যাটিংয়ে নেমে শেষ ওভারে কলকাতাকে জয় এনে দিয়েছিলেন তিনি। দ্বিতীয় কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ভালো বোলিং করায় ফাইনালে একদাশে সাকিবের থাকার সম্ভাবনা দেখছেন হাসি। কলকাতার এই ব্যাটিং পরামর্শক বলেন, ‘আমরা পরের ম্যাচের জন্য মরগান, দীনেশ কার্তিক এবং সাকিবের ওপর পূর্ণ আস্থা অর্জন করতে পেরেছি। ওরা ওদের দেশ এবং আইপিএলে অসংখ্যবার নিজেদের সামর্থ্য প্রমাণ করেছে, তাই আমরা উদ্বিগ্ন নই। আমরা পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে দুবাই যাচ্ছি এবং আপনি কখনই জানেন না কী ঘটতে চলেছে।

এদিকে চোট কাটিয়ে রাসেল বোলিং শুরু করেছে। অস্ট্রেলিয়ার সাবেক এই ব্যাটসম্যান বলেন, ‘আন্দ্রে রাসেল খেলার আগে বোলিং করেছিল। সে সঠিক পথেই আছে। তাই আমি মনে করি সে হয়ত ফাইনালের জন্য বিবেচনায় থাকতে পারে। অবশ্য প্রথমে আমাকে মেডিকেল স্টাফদের সঙ্গে আলোচনা করতে হবে। কিন্তু সে সব অনুশীলন করছে, খেলার আগে প্রচুর প্রশিক্ষণ নিচ্ছে।

 

আপনার মতামত লিখুন :