বরিশালে অগ্নিকাণ্ডে নিঃস্ব একটি পরিবার
প্রকাশিত : ১৪ অক্টোবর ২০২১
বরিশাল নগরীর নবগ্রাম রোডের ফরেস্টার বাড়ী এলাকায় একটি বসতঘর পুড়ে গেছে। আগুনে ভাড়াটিয়া পরিবারটির নগদ অর্থসহ যাবতীয় মালামাল পুড়ে গেছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকার ফেরদৌসি বেগমের টিনসেড ঘরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন কাঁচা তরকারী ব্যবসায়ী মরিয়ম বেগম। আজ বেলা ১২টার দিকে দুপুরের রান্নার সময় মরিয়মের রান্না ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রন করে। এর আগেই টিনকাঠের ঘরটি এবং ঘরের যাবতীয় আসবাবপত্র পুড়ে যায়। আগুনে ক্ষুদ্র ব্যবসায়ী পরিবারটি নিঃস্ব হয়ে যায়। এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।