পদ্মাসেতু প্রকল্প এলাকায় আটক ভারতীয় নাগরিক, ৬ দিনের রিমান্ডে
প্রকাশিত : ১৪ অক্টোবর ২০২১
মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মাসেতু প্রকল্প এলাকা থেকে উপেন্দ্র বিহার নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তার ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে, মঙ্গলবার বিকেলে তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
মুন্সীগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক জামাল উদ্দিন জানান, বুধবার দুপুরে ঐ ভারতীয় নাগরিককে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে বিচারক শুনানির জন্য বৃহস্পতিবার দিন নির্ধারণ করেন। আজ শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিব ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুমন দেব জানান, পদ্মাসেতু প্রকল্প এলাকায় অনধিকার প্রবেশের দায়ে ভারতীয় নাগরিক উপেন্দ্র বিহারকে আটক করা হয়। এ ঘটনায় লৌহজং থানায় একটি মামলা হয়েছে।