গলাচিপায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
প্রকাশিত : ১৪ অক্টোবর ২০২১
সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাহিন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মস্তফার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন গলাচিপা প্রেস ক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম দেলোয়ার হোসাইন, উপজেলা সিপিপি টিম লিডার মু. দেলোয়ার হোসেন প্রমুখ।