একঘণ্টার ডিসি হয়ে যা করতে বললো এসএসসি পরীক্ষার্থী
প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২১
ভোলায় এ ঘণ্টার জন্য জেলা প্রশাসকের (ডিসি) দায়িত্ব পালন করেছে এসএসসি পরীক্ষার্থী তাসনিম আজিজ রিমি। সে ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। বুধবার (১৩ অক্টোবর) দুপুর ১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন পক্ষে ভোলা জেলা প্রশাসক তৌফিক ই-লাহী চৌধুরী এক ঘণ্টার জন্য রিমিকে দায়িত্ব দেন।
তার ১৬তম জন্মদিনে এ দায়িত্ব পালনের সুযোগ করে দেয় ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স ও প্ল্যান ইন্টারন্যাশনাল। রিমি বলে, ‘দায়িত্ব পালনকালে ভোলা জেলাকে নারী, শিশু-কিশোরবান্ধব করার এবং নারীরা যাতে অনলাইনে বুলিংয়ের শিকার হয়ে সমস্যার সম্মুখীন না হয় সে জন্য কাজ করার সুপারিশ করেছি।
ভোলা জেলা প্রশাসক তৌফিক ই-লাহী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক মামুন আল ফারুক, ভোলা জেলা তথ্য কর্মকর্তা নুরুল আমিন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, চিলড্রেনস টাস্কফোর্সের জেলা সমন্বয়কারী আদিল হোসেন তপু, ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সারমিন জাহান শ্যামলী প্রমুখ।