কাশিপুর চৌধুরীগাও দূর্গাপুজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সভা
প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২১
মোঃ পন্ডিত হোসেন, নারায়ণগঞ্জ: সদর উপজেলার কাশিপুুর চৌধুরীগাও মন্দিরে দূর্গাপুজা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সভা হয়েছে। মঙ্গলবার১২অক্টোবর রাতে মন্দিরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিটির সভাপতি বিক্রম দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফতুল্লা থানার এস. আই জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি ছিলেন কাশিপুর ইউপির ৪ নং ওয়ার্ডের মেম্বার মেজবাউর রহমান পলাশ।প্রধান অতিথি তার বক্তব্য বলেন, এবার সদর উপজেলায় ৫০টি মন্ডবে দূর্গা পুজা হচ্ছে। কাশিপুর ইউনিয়ন ৩টি মন্ডবে পুজা হচ্ছে। আইনশৃঙ্খলা যাতে সুষ্ঠু সুন্দর থাকে এজন্য আজকের সভা।কমিটির সভাপতি বিক্রম দাস বলেন,হাটখোলা চৌধুরীগাও যুব সংঘের উদ্যোগে শারদীয় দূর্গাপুজা পালন করে আসছি।এবার ৭তম বার্ষিকী পুজা অনুষ্ঠিত। হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন কমিটির প্রধান উপদেষ্টা পরেশ দাস,উপদেষ্টা বাবু তপন কুমার সুএধর,রতন সরকার,মনোরন্জন দাস,
সাধারণ সম্পাদক শিবু দাস,মহিলা সম্পাদিকা সম্পা রায়,অনুপম দাসসহ আরো অনেকে।