হবিগঞ্জে ইভটিজিং এর অপরাধে মোবাইল কোঅটে ভখাটের কারাদণ্ড
প্রকাশিত : ১২ অক্টোবর ২০২১
ফরিদ আহমদ শিকদার(হবিগঞ্জ প্রতিনিধি) হবিগঞ্জ জেলার নবীগঞ্জে ১১/১০/২০২১ইং তারিখে ০৮ বছর বয়সী তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে উপজেলার কুর্শি ইউনিয়নের ঝিলকা গ্রমের গউস মিয়ার ছেলে মিয়াদ মিয়া (২৫) কে দণ্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারার অপরাধের দায়ে দোষ স্বীকার ও সাক্ষীর ভিত্তিতে মোবাইল কোর্ট এর মাধ্যমে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৭(২) ধারা মতে দোষী সাব্যস্ত করে ০৬ মাস বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।
মোবাই কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শেখ মহি উদ্দিন। আইনশৃঙ্খলা রক্ষা ও প্রসিকিউশন সহায়তা প্রদান করেন নবীগঞ্জ থানা পুলিশ এর চৌকস দল ( এস আই লুৎফর রহমান ও তাঁর দল)।