হলিউড স্টাইলে অনন্ত জলিলের ‘দিন-দ্য ডে’র ট্রেলার (ভিডিও)
প্রকাশিত : ১৭ মার্চ ২০২০
প্রকাশ করা হয়েছে ঈদুল আজহায় মুক্তির জন্য বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনার ‘দিন-দ্য ডে’ সিনেমার ট্রেলার। ঢাকার সিনেমায় আলোচিত চিত্রনায়ক অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ছবির ২ মিনিট ১১ সেকেন্ডের ট্রেলারে হলিউডের স্টাইল দেখিয়েছেন অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল। ট্রেলারের পুরোটা জুড়েই দেখানো হয়েছে, দুর্দান্ত অ্যাকশন। যা এরই মধ্যে সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
জানা গেছে, ২০১৮ সালে ঘোষণা দেয়া ‘দিন-দ্য ডে’র গল্পে দেখানো হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে মুসলিমদের ওপর অন্যায়ভাবে নির্যাতন, আদম পাচার, মাদকের উৎপাদন, আধিপত্য, চোরাচালানের গল্প। এটি নির্মাণ করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ ছাড়াও সিনেমাটির শুটিং হয়েছে ইরান, তুরস্ক ও আফগানিস্তানে। ইরানের মুর্তুজা আতাশ জমজম এবং বাংলাদেশের প্রযোজক অনন্ত জলিলের ‘এজে’ ব্যানারে নির্মিত হচ্ছে সিনেমাটি। সব ঠিক থাকলে বাংলাদেশ ও ইরানে আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাবে সিনেমাটি।