মৎস্য সম্পদ ব্যবস্থাপনা এবং অভয়াশ্রম রক্ষার্থে আলোচনা সভা

প্রকাশিত : ১০ অক্টোবর ২০২১

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় মৎস্য সম্পদ ব্যবস্থাপনা এবং অভয়াশ্রম রক্ষার্থে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে পৌর শহরের লঞ্চ ঘাট সংলগ্ন ইমন মৎস্য আড়তে ওয়ার্ল্ডফশি বংলাদেশ ও মৎস্য অধিদপ্তর উদ্যোগেএনহ্যান্সড্ কোস্টাল ফিশারিজ ইন বাংলাদেশ (ইকোফিশ-২) অ্যাক্টিভিটি সভার আয়োজন করে।

মা ইলিশ রক্ষা অভিযান সফল করা লাক্ষ্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আপু সহা, ওয়ার্ল্ডফশি ইকোফিশ ২ সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি, সহকারী গবেষক মো.বকতিয়ার রহমান, মহিপুর মৎস্য আড়ৎ সমিতির সভাপতি দিদার উদ্দীন আহম্মেদ মাসুম প্রমুখ।

বক্তারা মা ইলিশ অভিযানের পর অবৈধ জাল যেমন বাঁধা জাল, চর ঘেরা, ভুলা জাল ইত্যাদি দিয়ে অবিচরে যেন ইলিশের পোনা ধ্বংস করা না হয় এবং আন্ধারমানিক নদীকে প্লাস্টিক দূষণ মুক্ত রাখার বিষয় নিয়ে আলোচনা করেন। সভায় বিভিন্ন এলাকার জেলে, আড়ৎদার, পাইকারসহ মৎস সাথে জরিত সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

আপনার মতামত লিখুন :