তৃতীয় স্বামীর কাছে ভরণপোষণ চাইলেন শ্রাবন্তী

প্রকাশিত : ১০ অক্টোবর ২০২১

শ্রাবন্তী তার তৃতীয় স্বামীকে ছেড়েছেন ‘নপংশুক’র অভিযোগে। কিন্তু তার তৃতীয় স্বামী চাইতেন সংসার টিকে যাক। ১৬ সেপ্টেম্বর আদালতে বিবাহবিচ্ছেদের মামলা করেন শ্রাবন্তী। রোশনের কাছে তিনি বিবাহবিচ্ছেদ চেয়েছেন। সর্বশেষ আনন্দবাজারের এক প্রতিবেদনে জানা যায় ক্রিমিনাল প্রসিডিউর কোডে রোশনের কাছে ভরণপোষণ চেয়েছেন শ্রাবন্তী।

এ বিষয়ে রোশনের মন্তব্য জানতে চাইলে তিনি জানান, খোরপোষের মামলার কোনো কাগজপত্র তার কাছে পৌঁছায়নি। এ বিষয়ে তিনি এখনই কিছু বলতে চান না। যা বলার তার আইনজীবী বলবেন বলেও জানান তিনি। শ্রাবন্তীর বিরুদ্ধেও রোশনের অনেক অভিযোগ। তাকে নিয়ে শ্রাবন্তীর ‘সঙ্গমে অক্ষম’ কটাক্ষ, এমনকি চোর অপবাদও দিয়েছেন শ্রাবন্তী।

শোনা যাচ্ছে শ্রাবন্তী তার নতুন ব্যবসায়ী প্রেমিককে নিয়ে এখন ব্যস্ত। আইন-আদালত পর্যন্ত চলে গেছে তাদের ব্যক্তিগত জীবন এখন ঘটনা কোন দিকে মোড় নেয় সেই অপেক্ষাই করতে হবে।

 

আপনার মতামত লিখুন :