কুয়েতে করোনাভাইরাস রুখতে দুই সপ্তাহ ছুটি ঘোষণা
প্রকাশিত : ১৬ মার্চ ২০২০
কুয়েত মন্ত্রিপরিষদের মুখপাত্র তারেক আল-মজিরেম জানান, বুধবার সন্ধ্যায় সরকার ওই সিদ্ধান্তের কথা জানিয়েছে। এ ছাড়া করোনাভাইরাস প্রতিরোধে এ সময় আরও সিদ্ধান্তের কথাও ঘোষণা করা হয়। দেশটির মন্ত্রিপরিষদের নেয়া অন্য সিদ্ধান্তগুলো হলো- পাবলিক ও প্রাইভেট সেক্টরে ১২-২৬ মার্চ পর্যন্ত ছুটি থাকবে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত কুয়েতের সব বাণিজ্যিক ফ্লাইট স্থগিত থাকবে। সংক্রমণ এড়াতে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
রেস্তোরাঁ, ক্যাফে, হল, শপিং সেন্টার, প্রাইভেট হেলথ ইনস্টিটিউট বন্ধ থাকবে। ব্যাংকগুলো ১২-২৯ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে (এটিএম বুথ উন্মুক্ত থাকবে)। এমন সিদ্ধান্ত জানানোর পর থেকেই কুয়েতের বিভিন্ন সুপারমার্কেটে উপচেপড়া ভিড় লক্ষ করা যায়। ভিডিও ফুটেজে দেখা যায়, লাইন ধরে সুপারমার্কেটগুলোতে কেনাকাটা করছেন শত শত মানুষ। শুকনো খাবারসহ ছুটির সময়ের জন্য নানা প্রয়োজনীয় পণ্যসামগ্রী কিনে রাখছেন তারা।
এরই মধ্যে কুয়েতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তবে সেখানে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এ ছাড়া দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর দুজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৬৩৩ জনে। শেষ খবর পাওয়া পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ২৬ হাজার ৫৪৯ জন বলে জানা গেছে। খবর আরব টাইমসে।