আরিফুলের বাসায় মদ-গাঁজা সরবরাহের তদন্ত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত : ১৬ মার্চ ২০২০
সাংবাদিক আরিফুল ইসলামকে মধ্যরাতে বাসা থেকে মাদক পাওয়ার ‘অভিযোগে’ কারাদণ্ড দেওয়ার ঘটনা তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল। তিনি বলেন, ‘ওই ঘটনায় মাদকদ্রব্য সরবরাহের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ইন্সপেক্টর জাহিদুল ইসলামের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার (১৬ মার্চ) বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
‘বেসরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রগুলোর মান উন্নয়নে সরকারি অনুদান প্রদান’ সংক্রান্ত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘প্রথম কথা হলো আপনারা জানেন, আমাদের প্রধানমন্ত্রী সবসময় বলে থাকেন, ‘আইন সবার জন্য সমান। সে সরকারি কর্মকর্তা হোক আর সাধারণ নাগরিক হোক।’ আমাদের মন্ত্রণালয়ের কাছে এখন পর্যন্ত তার সম্পর্কে কোনো লিখিত বক্তব্য আসেনি। আমরা যতটুকু জানি, তার বিরুদ্ধে আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ব্যবস্থা নেওয়ার জন্য এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। আমি আবারও বলছি, যারা আইন অমান্য করবেন, তাদের শাস্তি আইন অনুযায়ী হবে।’’
মদের বারগুলো বন্ধ করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বেশিরভাগ বারই হোটেলকেন্দ্রিক। যখন থ্রি স্টার, ফাইভ স্টার হোটেলের সবকিছু বন্ধ করে দেবো, তখন মদের বারও বন্ধ করা যাবে। এখনো তো সেই পরিস্থিতি আসেনি।’ তিনি বলেন, ‘আমরা মাদকের বিরুদ্ধে সর্বাত্মক কর্মসূচি নিয়েছি। এরেই অংশ হিসেবে একদিকে যেমন অপারেশনাল কার্যক্রম শক্তিশালী করেছি, অন্যদিকে মাদকাসক্তদের চিকিৎসার বিষয়টিও শক্তিশালী করেছি। যেন মাদকাসক্তদের মূলধারায় ফিরিয়ে এনে দক্ষ জনশক্তিতে পরিণত করা যায়।’ এই সময় করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক না ছড়াতেও সাংবাদিকদের প্রতি তিনি আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।