প্রাথমিক সমাপনী পরীক্ষা বাতিলে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব
প্রকাশিত : ৭ অক্টোবর ২০২১
পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) বাতিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রস্তাব পাঠানো হয়েছে সম্মতি পেলেই ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (০৭ অক্টোবর) গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেন প্রতিমন্ত্রী।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, অষ্টম শ্রেণির জেএসসি-জেডিসি পরীক্ষা বাতিল হওয়ায় পঞ্চম শ্রেণির পিইসি-ইবতেদায়ি পরীক্ষা নেওয়া কঠিন হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী প্রস্তাবণায় সম্মতি দিলে পরীক্ষা বাতিল করা হবে।