আনসার সদস্যকে ছুরিকাহত করে টাকা ছিনতাই

প্রকাশিত : ৬ অক্টোবর ২০২১

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় সাব-মেরিন ক্যাবল ল্যান্ডিং ষ্টেশনের কর্মরত আনসার সদস্য মো.রনি হাওলাদার (২৮) কে গলায় ছুরিকাহত দূর্বৃত্তরা। মঙ্গললবার রাত ৮ টার দিকে সাব মেরিন ক্যাবল ল্যান্ডিং সংলগ্ন আলীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় তার ব্যবহৃত মোবাইল ফোন ও টাকা ছিনতাই করে নিয়ে গেছে ওই দূর্বৃত্তরা। তাকে রক্তাক্ত আবস্থায় ওই রাতে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা সংকটপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

মহিপুর থানার ওসি মো.আবুল খায়ের জানান, মামলার প্রক্রিয়াধীন রয়েছে। তবে আসামি গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। আহত আনসার সদস্য রনি হাওলাদারের বাড়ী ঝালকাঠী জেলার নলছিটি উপজেলায়। সে ওই এলাকার মো.শাহআলম হাওলাদারের ছেলে বলে তিনি জানিয়েছেন।

 

আপনার মতামত লিখুন :