বর্ণাঢ্য আয়োজনে মুজিববর্ষকে স্বাগত জানালেন কূটনীতিকরা
প্রকাশিত : ১৬ মার্চ ২০২০
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করতে যাচ্ছে বাংলাদেশ। জন্মশতবার্ষিকী উদযাপনের আগের দিন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় জড়ো হন ঢাকার বিভিন্ন মিশনের কূটনীতিকরা। অনুষ্ঠানে বেলুন উড়িয়ে মুজিববর্ষকে স্বাগত জানিয়েছেন তারা।
করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশ সরকার কি কি পদক্ষেপ নিয়েছেসে বিষয়ে অবহিত করতে সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের ব্রিফিংয়ের আয়োজন করা হয়। অতিথিদের সাথে বেলুন উড়িয়ে মুজিববর্ষকে স্বাগত জানিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। পরে করোনারোধে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে কূটনীতিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
এ সময় মুজিববর্ষর পরিবর্তিত কর্মসূচি তুলে ধরে মন্ত্রী বলেন, করোনাভাইরাসের কারণে মুজিববর্ষের অনুষ্ঠান ছোট করা হয়েছে। বিদেশের আমন্ত্রিত অতিথিদের সুরক্ষার জন্য এই মুহূর্তে অনুষ্ঠান করা হচ্ছে না। তার পরিবর্তে আমরা আগামীকাল মঙ্গলবার রাত ৮টায় টেলিভিশনে উদ্বোধনী অনুষ্ঠান করবো।