নওগাঁর আত্রাইয়ে আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা
প্রকাশিত : ৬ অক্টোবর ২০২১
আত্রাই (নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।(5 অক্টেবর) বুধবার সকাল 11-30 মিঃ সময় উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন পূজা মন্ডপের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ সুশিল সমাজের ব্যক্তিবর্গকে নিয়ে আয়োজিত প্রস্তুতি মূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম। সভায় উপজেলার 49টি সার্বজনীন মন্ডপে শৃঙ্খলার সাথে আগামী 11 অক্টোবর থেকে শারর্দীয় দূর্গা পূজা পালনের উপর ব্যাপক আলোচনা হয়।
এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান হাফিজ, আহসানগঞ্জ ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আক্কাছ আলী, উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রোখসানা হ্যাপী, উপজেলা প্রেস ক্লাব সভাপতি কামাল উদ্দিন টগর,উপজেলা প্রকল্প অফিসার(পিআই ও) মেহেদী হাসান, ভোঁপাড়া ইউপি চেয়ারম্যান জানবক্স সরদার,কালিকাপুর ইউপি চেয়ারম্যন প্রভাষক নাজমূল হক নাদিম, আত্রাই থানা অফিসার ইনর্চাজ(ওসি)আবুল কালাম আজাদ,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আত্রাই উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি সত্যেন্দ্র নাথ,সাধারণ সম্পাদক শ্রী বরুন কুমার সরকার,উপজেলা আনসার ভিডিপি অফিসার আমিনুল ইসলাম, বীরমুক্তি যোদ্ধা নীরেন্দ্র নাথ দাশ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্যপরিষদ সভাপতি শ্রী স্বপন কুমার দত্ত, সাধারণ সম্পাদক গোবিন্দচন্দ্র সরকার(রনি)সাহেবগঞ্জ পালপাড়া সার্বজনীন দূর্গা মন্ডপের সভাপতি বীরেন্দ্র নাথ পাল। এ ছাড়াও বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি,সাধারণ সম্পাদক,সরকারী অফিসার,রাজনীতিবিদ, শিক্ষক,সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।