গলাচিপায় ব্যবসায়ী হাবিবুর রহমান আর নেই

প্রকাশিত : ৬ অক্টোবর ২০২১

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ৪ নং ওয়ার্ড নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী হাবিব রেস্টুরেন্ট ও হোটেল আল মামুনের স্বত্বাধীকারী, সাবেক কেন্দ্রীয় জামে মসজিদের সাধারন সম্পাদক, সাবেক বনিক সমিতির সভাপতি ও মানবকন্ঠ পত্রিকার প্রতিনিধি আল মামুনের পিতা আলহাজ¦ হাবিবুর রহমান গত সোমবার সকাল ৯ টা ২৫ মিনিটে নিজ বাসভবনে বার্ধক্যজনীত কারনে শেষ নি:শ^াস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি অইন্না ইলাইহির রাজিউন) মৃত্যুকালে বয়স হয়েছিল আনুমানিক ৮৫ বছর।

তিনি স্ত্রী, ৪ ছেলে ও ১ মেয়েসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। তার জানাজা মঙ্গলবার সকাল ১০ টায় কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে জানাজা শেষে হেলিপ্যাড সংলগ্ন গলাচিপা কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ্, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি হাজি মজিবর রহমান, কেন্দ্রীয় যুবলীগ নেতা মামুন আজাদ, বনিক সমিতির সাধারন সম্পাদক তাপস দত্ত, কালীবাড়ি কমিটির সভাপতি দিলিপ বনিক, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সাধারন সম্পাদক মুশফিকুর রহমান রির্চাট, গলাচিপা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাজ্জাদ আহমেদ মাসুদ, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রুবেলসহ গলাচিপার গন্যমান্য ব্যক্তিরা গভীর শোক প্রকাশ করেন।

 

আপনার মতামত লিখুন :