ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
প্রকাশিত : ২ অক্টোবর ২০২১
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সেপ্টেম্বর মাসের আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা মুকাই আলী, ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, সহকারী কমিশনার (ভূমি) রাবেয়া আসফার সায়মা, ওসি (তদন্ত) ফয়সল আহমেদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ মাসুম, প্রেসক্লাব বিজয়নগরের সভাপতি মৃণাল চৌধুরী, বিজয়নগর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক এস এম টিপু চৌধুরী, ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন, জিয়াউল হক বকুল, এ এম শামিউল হক চৌধুরী প্রমুখ।
এছাড়াও উপজেলা আইনশৃংখলা কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রধানগণ এবং প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।