সোনারগাঁয়ে আইসিভিজিডি’র ২য় পর্যায় প্রকল্পের অবহিতকরন সভা
প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২১
নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে ইনভেস্ট কম্পোনেন্ট ফর ভালনারেবল গ্রুপ ডেভলপমেন্ট(আই সি ভিজিডি) ২য় পর্যায় প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর ) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি।
মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমা আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,ইউপি সদস্য সালমা আক্তার, নিলুফা আক্তার,মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের সচিব দেলোয়ার হোসেন, মহিউদ্দিন দেওয়ানসহ উপকারভোগি বিভিন্ন নারীরা।কর্তা আনিছা খাতুন,যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াসিনুল হাবীব তালুকদার,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সফিকুল ইসলাম প্রমুখ।