ফতুল্লার শিয়াচর থেকে মিশুক গাড়িসহ চালক নিখোঁজ: সন্ধান চায় পরিবার
প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২১
সদর উপজেলার ফতুল্লার শিয়াচর থেকে মিশুক গাড়ি চালাতে গিয়ে আর বাড়ি ফেরেনি মোঃ আবুল জাহের (৫০), পিতাঃ মোঃ লালু মিয়া, সাং-রত্নপুর, চাঁনগাঁও, মদন, নেত্রকোণা, এ/পি সাং- শিয়াচর হাজী ৰাড়ী মোড়, ইব্রাহিম সাহেবের বাড়ির ভাড়াটিয়া, ২৪/০৯/২০২১ইং তারিখ সকাল অন্য ০৯:০০ ঘটিকার সময় তাহার নিজ মালিকীর মিশুরুগাড়ীটি চালানোর উদ্দেশ্যে মিশুকগাড়ি নিয়া তাহার বর্তমান ঠিকানার বাসা হইতে বাহির হয়।
মোঃ আবুল জাহের এর পরিবার কুয়াকাটা নিউজকে জানান আমার স্বামী আর আমাদের বাসায় ফিরে আসে নাই। আমার চাচার ফিরতে দেরী দেখিয়া সম্ভাব্য সকল স্থানে পুঁজিয়াছি। কিন্তু কোথায়ও আমার স্বামীকে পুঁজিয়া পাই নাই। বিধায় উক্ত বিষয়ে থানায় সাধারণ ডায়রী করা হয়েছে।
শরীরের বর্ণনা:
নাম- মোঃ আবুল জাহের, বয়স ৫০ বছর, গায়ের রং শ্যামলা, চুলের রং কালো চোখের রং কালো, উচ্চতা ৫ ফুট, শারীরিক গঠন- চিকন, ওজন ৫০ কেজি, পড়নে ছিল- সাদা শার্ট ও লুঙ্গি। কোনো হৃদয় ভান ব্যাক্তি যদি পেয়ে থাকেন- ০১৮৮০ ৬৪৬ ৮৪৩ এই নম্বরে যোগাযোগ করবেন।