ভোলাহাটে ডিবির অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার এক ব্যক্তি
প্রকাশিত : ১৬ মার্চ ২০২০
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বামণনগর এলাকার একটি আম বাগানের ভেতর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ সুমন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা ডিবির একটি টিম। গ্রেপ্তারকৃত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার হেলাচি এলাকার আব্দুল মান্নানের ছেলে মো. সুমন (৩২)।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ মার্চ রোববার বিকেল সাড়ে ৫ টার দিকে এসআই আবু আব্দুল্লাহ জাহিদ পিপিএম এর নেতৃত্বে ডিবির একটি অপারেশন দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে হাতেনাতে ইয়াবা ও গাঁজাসহ সুমনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভোলাহাট থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। -কপোত নবী।