বিশ্ব পর্যটন দিবসে: সৈকত পরিচ্ছন্নতার কাজে নেমেছে ফটোগ্রাফারা
প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২১
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকত পরিস্কার পরিচ্ছন্নতার কাজে নেমেছে ফটোগ্রাফারা। বিশ্ব পর্যটন দিবসে পরিচ্ছন্ন সৈকত উপহার দিতে রবিবার দুপুরে এমন উদ্যোগ নেয়া হয়। কুয়াকাটা ফটোগ্রাফার এসোসিয়েশনের সভাপতি মো.আল আমিন কাজীর নেতৃতে জিরো পয়েন্টসহ প্রায় এক কিলোমিটার সৈকতের ময়লা আবর্জনা পরিস্কার করেছে তারা।
এ পরিচ্ছন্নতা অভিযানে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের কর্মকর্তাসহ ট্যুরিস্ট পুলিশ সদস্যরা সহযোগিতা করেন। কুয়াকাটা সৈকতের ফটোগ্রাফার এসোসিয়েশন সভাপতি মো.আল আমিন কাজী বলেন, ময়লা আবর্জনা ও দূষণমুক্ত সৈকত উপহার দিতে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। আগামীতেও তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।