মৌলভীবাজারে ব্যবসায়ীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা
প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২১
মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজার পৌর শহরের সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশে জুবায়ের আহমদ নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাত ১০টায় ট। এ সংবাদ পরিবেশন পর্যন্ত গুরুত্বর আহত জুবায়েরকে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, শহরের কুসুমভাগ এলাকায় রাজা এন্টারপ্রাইজ নামে একটি হ্যার্ডওয়ারের ব্যবসাী রাতে ব্যবসা বন্ধ করে মোটরসাইকেল যোগে পৌর শহরের শ্যামলী এলাকায় বাসায় ফেরার পথে সরকারি উচ্চ বিদ্যালয়ে পৌঁছামাত্র তিনি দুর্বৃত্তদের হামলার শিকার হন।
এ বিষয়ে আহত ব্যবসায়ী জুবায়ের আহমদ বলেন- সরকারি স্কুলের সামনে আসা মাত্রই একটি ছেলে সাইকেল থামিয়ে বলে একজন লোক আপনার সাথে ফোনে কথা বলতে চান। সাইকেল থামানোর সাথে সাথেই পিছন থেকে কয়েকজন লোক অতর্কিত হামলা করে। কী কারণে হামলা হয়েছে যানতে চাইলে তিনি বলেন, ব্যবসার জন্য একজন লোককে টাকা দিয়ে ছিলাম। ওই লোকই বার বার আমাকে হুমকি দিয়ে আসছিল। ধারণা করছি সেই ভাড়াটিয়ে সন্ত্রাসী দিয়ে হামলা করিয়েছে।