মৌলভীবাজারে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২১
মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের আইনপুর গ্রামে জায়গা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই এমদাদের লাঠির আঘাতে সৌদি আরব প্রবাসী বড় ভাই জিয়াউল ঘটনাস্থলে নিহত হয়েছেন আজ ২৫ সেপ্টেম্বর সকালে। শনিবার সকালে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতকরা পলাতক রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে নিয়ে আসে।
স্থানীয়রা জানান, দীর্ঘ দিন যাবত বাড়ির সামনের জায়গা নিয়ে দুই ভাইর মধ্যে বিরোধ চলছিল। আজ সকালে কথাকাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই এমদাদ বড় ভাই জিয়াউলকে লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ জানায়, হামলাকারী ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।