এনগেজমেন্টের পরই থাকবেন একসঙ্গে বিয়ে পরে: ঋতাভরী
প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২১
ভারতের কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। ছোট ও বড় পর্দায় সমান ব্যস্ত তিনি। জানালেন, ডিসেম্বরে ডিসেম্বরে এনগেজমেন্ট সেরে ফেলবেন তিনি। এরপর কিছুদিন একসঙ্গে থেকে পারে বিয়ে করতে চান। সম্প্রতি তার বিয়ে হয়ে গেছে বলে খবর বেরিয়েছিল। সেসময় এই খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন ঋতাভরী। তবে এতদিন পর এসে বিয়ের ঘোষণা দিলেন।
এক সাক্ষাৎকারে ঋতাভরী জানিয়েছেন, ডিসেম্বরে এনগেজমেন্ট সেরে ফেলতে চান তিনি। এরপর কিছুদিন লিভ-ইন করবেন। তারপর ২০২২-২৩ সালে বিয়েটা সেরে ফেলবেন। তবে কার সঙ্গে সম্পর্কে রয়েছেন তা অবশ্য জানা যায়নি। মনে করা হচ্ছে, ঋতাভরীর হবু স্বামী পেশায় মনোবিদ। নাম তথাগত চট্টোপাধ্যায়।
একটি ক্লিনিকের উদ্বোধনে গিয়ে তাদের পরিচয়। এরপর ধীরে ধীরে তাদের বন্ধুত্ব গাঢ় হয়। এ বছর যখন পরপর দুটি সার্জারির পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন ঋতাভরী, তখন তথাগতকেই পাশে পেয়েছিলেন অভিনেত্রী। সেখান থেকেই সম্পর্ক মজবুত হয়।