বিপুল অস্ত্র ও গুলিসহ ডিবির হাতে গ্রেফতার ৩ ডাকাত
প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২১
রাজধানীর মৌচাক ও নারায়ণগঞ্জে ডাকাতির ঘটনায় পেশাদার ৩ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখা, ডিবি। তাদের কাছ থেকে বিপুল গুলি ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ডিবির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। বলা হয়, আটক জলিল মোল্লা, রিয়াজ ও দিপু পেশাদার ডাকাত চক্রের সদস্য। ডাকাতির টাকায় জমি কিনে তারা বিপুল সম্পদের মালিক হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।
সম্প্রতি রাজধানীর মৌচাক ফ্লাইওভারে নিচে ৬০ লাখ ও সিদ্ধিরগঞ্জে ২৫ লাখ টাকা ডাকাতির ঘটনা ঘটে। ঘটনা দুটির সাথেই চক্রটি জড়িত। তারা সপ্তাহে শনিবারে বিভিন্ন জায়গায় ডাকাতি করতো।