নওগাঁর আত্রাইয়ে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২১

রওশন আরা পারভীন শিলা, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলা কমিটির মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার সকাল দশ টায় উপজেলা প্রশাসনের উদ্যেগে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক আইন-শৃঙখলা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আত্রাই থানা তদন্ত ওসি মোঃ মোজাম্মেল হক কাজী,আত্রাই উপজেলা প্রেস ক্লাব সভাপতি একেএম কামাল উদ্দিন টগর, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান হাফিজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রোখসানা হ্যাপী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কেএম কাওছার হোসেন, উপজেলা মুক্তি যোদ্ধা সাবেক কমন্ডার আকতারুজ্জামান, উপজেলা আওয়ামীগ সাধারণ সম্পাদক ও আহসানগঞ্জ ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী,বিশা ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্যা, সাহাগোলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবু, মনিয়ারী ইউপি চেয়ারম্যান আল্লা-মা শেরই বিপ্লব, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, উপজেলা শিক্ষা অফিসার জিল্লুর রহমান, আত্রাই পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিমুদ্দিনসহ উপজেলার সকল দপ্তরের দপ্তর প্রধান গন উপস্থিত ছিলেন।

 

আপনার মতামত লিখুন :